পাহাড়ে আতঙ্ক! ফের উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ফের কয়েক দিনের ব্যবধানে উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন (Toy Train Engine)। এবার দার্জিলিং (Darjeeling) শহরে হঠাৎই লাইন থেকে উল্টে রাস্তায় গড়িয়ে পড়ে টয় ট্রেনের ডিজেল ইঞ্জিন (Toy Train Engine)। পর পর টয় ট্রেনের ইঞ্জিন উল্টে যাওয়ার এই ঘটনায় আতঙ্কিত পাহাড়ের পর্যটকরা। কারণ দার্জিলিঙে বেড়াতে এলে পাহাড়ের এই খেলনা রেলগাড়িই হল পর্য়টকদের কাছে মূল আকর্ষণ। কিন্তু কিছু দিন আগে কার্সিয়াঙে হঠাৎই উল্টে যায় টয় ট্রেনের স্টিম ইঞ্জিন। এর পরে ফের শনিবার টয় ট্রেনের ডিজেল ইঞ্জিনটি উল্টে গেল। এই ঘটনার কারণে শনিবার দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিকেল পর্যন্ত রাস্তা থেকে ইঞ্জিনটি সরাতে সক্ষম হয়নি ডিএইচআর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিরেক্টর। পরপর দুবার এই লাইনচ্যুত হয়ে টয় ট্রেন উল্টে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল দফতর। খতিয়ে তদন্ত করে তার যাবতীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে দফতরে।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Latest article