বউবাজারে মেট্রোর কাজ এগোল

Must read

প্রতিবেদন : টানেল বোরিং নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বেস স্ল্যাব তৈরির কাজ নিয়ে জটিলতা দেখা যায়। সাড়ে ৪ মিটার কাজ বাকি ছিল। শেষ পর্যন্ত ওই কাজ সম্পূর্ণ হয়ে গেল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে লাইন পাতা হবে। তৈরি করা হবে টানেলের ছাদ। এর আগে গত সপ্তাহে দুর্গাপিতুরি লেন-সহ তিনটি এলাকার তিনটি বাড়ি থেকে আবাসিকদের সরে যাওয়ার নোটিশ দিয়েছিল মেট্রো (Bowbazar- Metro) কর্তৃপক্ষ। কারণ এই তিনটি বাড়ি অত্যন্ত প্রাচীন। বিপজ্জনকও। বোরিং করতে গিয়ে কম্পন হলেই ওই বাড়িগুলি ভেঙে পড়ার সম্ভাবনা ছিল। তাই নোটিশ দেওয়া হল আবাসিকদের সরে যেতে। মেট্রো কর্তৃপক্ষ এজন্য বউবাজার (Bowbazar- Metro) এলাকায় আবাসিকদের জন্য হোটেলেরও ব্যবস্থা করেছে। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য ছিল শেষ সাড়ে চার মিটার স্ল্যাব তৈরি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ বোরিং করলেই পাশ থেকে দ্রুতগতিতে জল বেরিয়ে আসছিল। এর ফলে আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফাটলও দেখা দেয়। তাই অত্যন্ত সন্তর্পণে স্ল্যাব তৈরির কাজে হাত দেয় মেট্রো। শেষ পর্যায় ৯ মিটার বাকি ছিল স্ল্যাব তৈরির কাজ। এর আগে ২৯ মিটার পর্যন্ত এই কাজ হয়েছিল। এই ৯ মিটারের মধ্যে আবার সাড়ে ৪ মিটার কাজ আটকে যায় জল বেরনোর জন্য। শেষ পর্যন্ত ওই সাড়ে ৪ মিটার কাজ সম্পূর্ণ হয়েছে। ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে বসবে লাইন। টানা হবে বিদ্যুতের সংযোগ।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Latest article