সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (VC Bidyut Chakraborty) স্বেচ্ছাচারিতা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার (MP Jawhar Sircar)। চিঠিতে উৎকণ্ঠা প্রকাশ করে তিনি লেখেন, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হিসেবে পদ গ্রহণ করার পর থেকে বিশ্বভারতী স্বায়ী অশান্তির নিকেতনে পরিণত হয়েছে। আগেও ২২ সালের পয়লা অগাস্ট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিশ্বভারতীতে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে তদন্তের জন্য একটি কেন্দ্রীয় কমিটি পাঠানোর আবেদন জানান জহর। সেই বছরের ৬ জুনও সাংসদ একইভাবে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সাংসদ (MP Jawhar Sircar) জানান, ১৯ সালের জানুয়ারি থেকে ২২-এর ১৫ জুলাই পর্যন্ত কলকাতা উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট মিলে ৯১টি মামলা দায়ের হয়েছে। যার অধিকাংশের নিষ্পত্তি হয়নি। ইতিমধ্যে সেই সংখ্যা অনেক বেড়েছে। এই চিঠিতে সেই তালিকাও সাংসদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছেন। অভিযোগ, যে অধ্যাপক বা শিক্ষাকর্মী ও ছাত্ররা প্রতিষ্ঠানের কাছে পরিত্রাণ পেতে আইনের আশ্রয়প্রার্থী, তাঁদের উপর ব্যক্তিগত রাগ মেটাতে উপাচার্য বিশ্বভারতীকে ব্যবহার করছেন। মামলাকে দীর্ঘায়িত করছেন। সাংসদের অভিযোগ, গোটা বিষয়টি জানালেও কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক চুপ থেকেছে। এতে মনে হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রক হয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে নিরুদ্বিগ্ন বা কোনও পদক্ষেপ নিতে চাইছে না।
উপাচার্যের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ
বিশ্বভারতী নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ জহর