মিড ডে মিলের দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠী

Must read

প্রতিবেদন : মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পকে দুর্নীতি ও জটিলতা মুক্ত করতে এই প্রকল্পের আর্থিক পরিচালনা সংক্রান্ত দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত মহাসংঘের ওপর ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই বিভিন্ন জেলার নির্দিষ্ট কয়েকটি ব্লকে নতুন ব্যবস্থা চালু করা হবে। তার সাফল্য পর্যালোচনার পর পরবর্তী পর্যায়ে সমস্ত স্কুলেই একই ব্যবস্থা চালু হতে পারে বলে প্রশসনিক সূত্রে জানা গিয়েছে। এতদিন স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরাই মিড ডে মিল প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকতেন। কিন্তু কর্মীর অভাব সহ নানা কারণে একাধিক স্কুল এই প্রকল্প পরিচালনা নিয়ে সমস্যায় পড়ছে বলে শিক্ষা দফতরকে জানিয়েছে। কোথাও কোথাও মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্প পরিচালনায় আর্থিক অনিয়মেরও অভিযোগ উঠেছে। তাই এবার ওই প্রকল্পের দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে বাজার করার দায়িত্ব ব্লক স্তরের স্বনির্ভর গোষ্ঠী মহাসংঘ গঠন করে তাদের হাতে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বিদ্যালয় শিক্ষা দফতরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। খুব শীঘ্রই বিদ্যালয় শিক্ষা দফতর এব্যাপারে গাইডলাইন প্রকাশ করবে। সম্প্রতি রাজ্যে মিড ডে মিল পরিচালনা ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্র- রাজ্য যৌথ পরিদর্শনকারী দল রাজ্যে এসে একাধিক জেলা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষ করার পরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যে মিড ডে মিলের শেষ তিন আর্থিক বর্ষের হিসেবে ক্যাগ অডিট-এর নির্দেশ দিয়েছেন। আর্থিক নয়ছয়ের অভিযোগ নিয়েই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই অডিট শুরু হতে চলেছে রাজ্যে। কিন্তু তার আগেই রাজ্যের তরফে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে মহাসংঘগুলি যাতে আরও দ্রুত তৈরি করা যায় সে বিষয়েও সম্প্রতি জেলাগুলিকে মুখ্যসচিব বিশেষ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: উপাচার্যের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ

Latest article