প্রতিবেদন : বাংলায় শাসক দলের তরফে পান থেকে চুন খসলে ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে দেয় সিপিএম। একই ঘটনা বা তার চেয়ে মারাত্মক ঘটনা বাম শাসিত কেরলে ঘটলে মন্তব্য তো দূরে থাক, ধার-কাছ দিয়ে হাঁটে না সিপিএম। যেমন ঘটল শনিবার কেরলের এর্নাকুলামে।
আরও পড়ুন-শুধু আন্তর্জাতিক পুরস্কার নয়, বাংলার পর্যটন দেশে মডেল
এশিয়ানেট সংবাদমাধ্যমের অফিস তছনছ করল সিপিএমের ছাত্র-ক্যাডাররা। কী হয়েছিল? একটি খবরকে কেন্দ্র করে তাণ্ডব চালায় এসএফআইয়ের ক্যাডাররা। পুলিশ কোনও ব্যবস্থা নেওয়ার আগেই নিজেরা আইন হাতে তুলে নেয়। ভাঙচুর চালায় এশিয়ানেটের দফতরে। এমনকী কর্মীদের মারধর করে খুন করার হুমকি দেওয়া হয়। ভেঙে ফেলা হয় কম্পিউটার থেকে যাবতীয় যন্ত্রাংশ। কিন্তু আশ্চর্যের বিষয়, সংবাদমাধ্যমের দফতরে এত বড় ঘটনা ঘটলেও কেউ ক্ষমা চাননি সিপিএমের তরফে। বাংলার সিপিএম কী বলবে!