শুধু আন্তর্জাতিক পুরস্কার নয়, বাংলার পর্যটন দেশে মডেল

এর পাশাপাশি ভ্রমণ সংস্থাগুলির সঙ্গে কাজ করতে চালু হয়েছে নয়া পর্যটন নীতি। এসবের হাত ধরেই বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেতে চলেছে বাংলা।

Must read

প্রতিবেদন : একদিকে রাজভবন ও গেরুয়া শিবিরকে মোক্ষম জবাব, অন্যদিকে বাংলার এক কৃতী কন্যাকে তুলে ধরা বিশ্বের মঞ্চে। এক ঢিলে দুই পাখি মেরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর দক্ষ আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দফতরের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রীর নির্দেশে পর্যটনকে নতুন মাত্রা দিয়েছেন। আর তার স্বীকৃতিস্বরূপ জার্মানিতে পুরস্কার নিতে যাচ্ছেন নন্দিনী! জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের হয়ে সেরা সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার নেবেন ১৯৯৪ ব্যাচের এই মহিলা আইএএস আধিকারিক।

আরও পড়ুন-দল জিতলেও ট্রোলড রোনাল্ডো

বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে বার্লিনে। ৭ মার্চ থেকে ৯ মার্চ বসবে সেই মেলার আসর। বিশ্বের বিভিন্ন দেশের হোটেল মালিক, ট্যুরিজম বোর্ডের সদস্য, ট্যুর অপারেটর-সহ পর্যটন ব্যবসার সঙ্গে যাঁরা সঙ্গে যুক্ত, তাঁরা যোগ দেন এই মেলায়। আইটিবি-বার্লিনে এবারই প্রথম ৮ সদস্যের প্রতিনিধিদল পাঠাচ্ছে রাজ্য সরকার। স্রেফ বিভিন্ন সেমিনারে অংশ নেওয়া নয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এরাজ্যে পর্যটনের সম্ভাবনার দিকগুলি তুলে ধরবেন প্রতিনিধিদলের সদস্যরা। যেখানে আরও নতুন ব্যবসার হাতছানি। রাষ্ট্রসংঘের বিশ্ব ট্যুরিজম বিভাগ অনুমোদিত প্যাসিফিক এরিয়া রাইটার্স অ্যাসোসিয়েশন বাংলাকে বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক পর্যটন গন্তব্যের পুরস্কার তথা সম্মান দিচ্ছে।

আরও পড়ুন-মিড ডে মিলের দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠী

দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বের সেরা পর্যটন কেন্দ্রগুলিকে পুরস্কৃত করে আসছে আন্তর্জাতিক এই সংস্থাটি। এই মেলায় অংশ নেওয়ার ফলে বিশ্বের সর্বত্র বাংলার পর্যটনের কথা ছড়িয়ে পড়বে। বিদেশের অধিকাংশ ভ্রমণ ম্যাগাজিনে বাংলার পর্যটনগুলির খবর উঠবে। সব মিলিয়ে বিশ্বের পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসবে বাংলা। যা পর্যটন বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবে ভবিষ্যতে। প্রসঙ্গত, সাংস্কৃতিক পর্যটনকে গুরুত্ব দিতে আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিতে ছৌ, টুসুর মতো বাংলার নিজস্ব লোকশিল্পগুলির অনুষ্ঠান করতে বলেছিলেন। তা শুরু হয়। ফলে আয় বৃদ্ধি হয় শিল্পীদের। পাশাপাশি দেশ ও বিদেশের পর্যটকদের কাছেও বাংলার লোকসংস্কৃতি উঠে আসে। এর পাশাপাশি ভ্রমণ সংস্থাগুলির সঙ্গে কাজ করতে চালু হয়েছে নয়া পর্যটন নীতি। এসবের হাত ধরেই বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেতে চলেছে বাংলা।

Latest article