মাদ্রিদ, ৬ মার্চ : দশজনে খেলেও ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনা।
ম্যাচের ১৫ মিনিটে রাফিনা গোল করে জাভি হার্নান্ডেজের দলকে এগিয়ে দেন। বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল তারা। ৫৩ মিনিটে পেনাল্টি নষ্ট করেন ফেরান তোরেস। তাঁর দুর্বল শট পোস্টে লাগে। এরপর বড় ধাক্কা খায় বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার উগো দুরোকে বক্সের মধ্যে ফেলে দিলে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ড আরাউজো। তবে শেষ পর্যন্ত দশজনে খেলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির দল। এই ম্যাচ জয়ের পরে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-অশিক্ষক কর্মীদের ছুটি বাতিল সংসদের
এদিকে, লা লিগার অপর গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোল লক্ষ্য করে শট নিতে পারেনি তারা। তবে বিরতির পরে বেতিসকে চেপে ধরেছিল মাদ্রিদের জায়ান্টরা। কিন্তু গোল পায়নি তারা। করিম বেঞ্জেমা, ভিনিসিয়াস জুনিয়ররা অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছেন। এই ম্যাচ ড্র করার পর ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ম্যাচ জিততে পারলে বার্সার সঙ্গে পয়েন্টের পার্থক্য কমানোর সুযোগ ছিল বেঞ্জেমাদের। কিন্তু ড্র করায় সেই সুযোগ হারাল রিয়াল।