উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-অশিক্ষক কর্মীদের ছুটি বাতিল সংসদের

Must read

এবার উচ্চমাধ্যমিক (Higher Secondary Exam) এবং একাদশ শ্রেণির পরীক্ষার দিনগুলিতে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী ছুটি নিতে পারবেন না। এমনটাই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সব স্কুলের প্রধান শিক্ষককে এই মর্মে চিঠি দিয়েছে সংসদ। সেই সঙ্গে আরও বলা হয়েছে,  অত্যন্ত জরুরি পরিস্থিতিতে জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করে ছুটি অনুমোদনের সিদ্ধান্ত নিতে হবে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা সমিতিকে।

আরও পড়ুন: বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়নি, জানিয়ে দিল কেন্দ্রীয় দল

সংসদের বিজ্ঞতিতে বলা হয়েছে, যে সব স্কুলে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) এবং একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেগুলিতে পরীক্ষার দিনগুলিতে পঠনপাঠন বন্ধ থাকবে। যে সব স্কুলে কেবলমাত্র একাদশ শ্রেণির পরীক্ষা হবে, সেগুলিতে পঠনপাঠন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। আগামী ১৪-২৭ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষেরও বেশি।

Latest article