মুম্বই, ৭ মার্চ : আইসিসিকে চ্যালেঞ্জ জানাতে পারে বিসিসিআই। এই চ্যালেঞ্জ ইন্দোরের উইকেট নিয়ে তাদের কঠিন সিদ্ধান্তের জন্য।
ইন্দোরে তৃতীয় টেস্ট আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়েছে। অস্ট্রেলিয়া ৯ উইকেটে জিতলেও খেলার পর আইসিসি ইন্দোরের উপর কড়া সিদ্ধান্তের বোঝা চাপিয়ে দিয়েছে। তারা শুধু হোলকার স্টেডিয়ামের উইকেটকে খারাপ বলেনি, সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। যার অর্থ, আবার এমন পয়েন্ট পেলে ম্যাচ করার অধিকার হারাবে কিংবদন্তি মুস্তাক আলির শহর।
আরও পড়ুন-ইন্দোর থেকে শিক্ষা নিয়ে আর হয়তো টার্নার নয়
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সুপারিশে এই শাস্তি হয়েছে ইন্দোরের। তিনিই রিপোর্ট দিয়েছিলেন আইসিসিকে। যা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে বিসিসিআইতে। এক বিসিসিআই কর্তার কথায়, তাঁরা সবদিক খতিয়ে দেখছেন। ব্রড অভিযোগ করেছিলেন, ইন্দোরের উইকেট খুব শুষ্ক ছিল। তাতে তেমন জল পড়েনি। খেলার পঞ্চম বল থেকে টার্ন হয়েছে। স্পিনাররা সুবিধা পেয়েছে। ব্যাট ও বলের মধ্যে সেভাবে কোনও ব্যালান্স ছিল না। যা হওয়ার কথা নয়।
আরও পড়ুন-রাজ্যবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের
গত ডিসেম্বরে রাওয়ালপিন্ডি টেস্টের পর ব্রড যে রিপোর্ট দিয়েছিলেন, তার ভিত্তিতে তাদেরও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। ব্রড বলেছিলেন, উইকেট গড়পড়তার চেয়েও খারাপ। কিন্তু পিসিবি পাল্টা চ্যালেঞ্জ করায় এই শাস্তি উঠে গিয়েছিল। বিসিসিআই এখন সেরকমই কিছু করার কথা ভাবছে। সুনীল গাভাসকর যেমন অস্ট্রেলিয়ার গাব্বার কথা তুলে জানতে চেয়েছেন, তাহলে তাদের কিছু হয়নি কেন? প্রাক্তনদের কেউ কেউ অবশ্য ইন্দোরের উইকেটকে খারাপই বলেছেন।