ইন্দোর থেকে শিক্ষা নিয়ে আর হয়তো টার্নার নয়

চোখ খুলে দিয়েছে ইন্দোর। সেখানে টার্নার উইকেট বুমেরাং হয়েছে ভারতের। প্রশ্ন আমেদাবাদে কী হবে?

Must read

আমেদাবাদ, ৭ মার্চ : চোখ খুলে দিয়েছে ইন্দোর। সেখানে টার্নার উইকেট বুমেরাং হয়েছে ভারতের। প্রশ্ন আমেদাবাদে কী হবে? গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের বক্তব্য ধরলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এখানে এমন উইকেট হচ্ছে না যাতে প্রথম ওভার থেকে ইন্দোরের মতো বল ঘুরবে।

আরও পড়ুন-রাজ্যবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

স্থানীয় এক সিনিয়র ক্রিকেট অফিসিয়ালের বক্তব্য হল, ‘‘এখানে স্পোর্টিং উইকেটে হবে। আমরা দুটো উইকেট প্রস্তুত রেখেছি। একটা লাল আর একটা কালো মাটির। এর মধ্যে থেকে কোনও একটাতে খেলা হবে।” ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিনারদের বিরুদ্ধে ভাল খেলতে পারেননি ইন্দোরে। প্রথম ইনিংসে ১০৯ রানে ইনিংস শেষ হয়েছিল রোহিতদের। আমেদাবাদে টার্নার বানানোর পরিকল্পনা সেখানেই থেমে গিয়েছে।
প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর আগেই সতর্ক করে দিয়েছেন যে, আমেদাবাদে টার্নার বানালে বিপদে পড়তে পারে ভারত। এটা বুমেরাং হতে পারে। কারণ অস্ট্রেলিয়ার হাতে নাথান লিয়ন ও ম্যাথু কুনেম্যানের মতো স্পিনার রয়েছে। যাঁরা ইন্দোরে ভারতকে ভয়ঙ্কর বেগ দিয়েছেন। সানি তাই বলেছেন, শেষ টেস্টে স্পোর্টিং উইকেটে বানানোই ভাল। যাতে ব্যাটার ও বোলার সবাই সুবিধা পায়। বল ঘুরলে ঘুরুক তৃতীয় দিন থেকে।

আরও পড়ুন-শোকস্তব্ধ ঋতুপর্ণা

সিরিজের শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এখন তাই ব্যস্ততা তুঙ্গে মোতেরায়। মাঠের আউটফিল্ড সবুজে মোড়া। মাঝখানে চারটি উইকেট। যার মধ্যে থেকে দুটিকে আলাদা করে বেছে রাখা হয়েছে টেস্টের জন্য। ঘটনা হল, দুটি উইকেটেই কিন্তু ঘাস রয়েছে। তবে এই ঘাস শেষে কতটা থেকে সেটাই দেখার। এর মধ্যে আবার সোমবার রাতে এখানে সামান্য ঝড়-বৃষ্টি হয়েছে। তবে তাতে টেস্টের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেনি।

Latest article