ঋষভ-ঝড়ে জয় দিল্লির

দিল্লি ক্যাপিটালস ২২৪/৪ (২০ ওভার) গুজরাট টাইটান্স ২২০/৮ (২০ ওভার)

Must read

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার ধাক্কা সামলে এত তাড়াতাড়ি ঋষভ পন্থকে ক্রিকেট মাঠে চেনা মেজাজে দেখা যাবে, আইপিএল শুরুর আগে কেউ ভাবতেই পারেননি। ৪৫৪ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর যত ম্যাচ খেলছেন, ক্রমশ নিজের সেরা ছন্দে ফিরছেন। টি-২০ বিশ্বকাপের আগে নির্বাচকদের কাজটাও সহজ করে দিচ্ছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals- Gujarat Titans) ক্যাপ্টেন। ঋষভের বিস্ফোরক ৮৮ আর অক্ষরের বিধ্বংসী ৬৬ রানের সৌজন্যে রশিদ খান আতঙ্ক কাটিয়ে গুজরাট টাইটান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে হারাল দিল্লি। ম্যাচের সেরা ঋষভ। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে উঠল দিল্লি। সাতে গুজরাট।

দিল্লির করা ৪ উইকেটে ২২৪ রান তাড়া করতে নেমে গুজরাট (Delhi Capitals- Gujarat Titans) শেষ ওভারে থামল ২২০-৮ স্কোরে। কোটলায় শুরুতেই অধিনায়ক শুভমন গিলের উইকেট হারায় গুজরাট। ঋদ্ধিমান সাহা (২৫ বলে ৩৯) ও সাই সুদর্শনের (৩৯ বলে ৬৫) ব্যাটে লড়াইয়ে ফেরে তারা। কিন্তু কুলদীপ যাদব (২ উইকেট) ও রসিক সালামের (৩ উইকেট) বোলিং দাপটে দিল্লি ম্যাচে ফিরে আসে। এরপর ডেভিড মিলার (২৩ বলে ৫৫) ও রশিদ খান (১১ বলে ২১ অপরাজিত) গুজরাটকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে বাংলার মুকেশ কুমার ১৯ রান ডিফেন্ড করে দিল্লিকে জেতাতে সাহায্য করেন। মিলারকেও ফেরান মুকেশ।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে র‍াজ্য, গণ-আত্মাহুতির হুমকি, কীভাবে চাকরি! ধন্দ শুরু

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে সন্দীপ ওয়ারিয়রের বোলিং বিক্রমে দ্রুত ৪৪-৩ হয়ে যায় দিল্লি। ফিরে যান পৃথ্বী শ, ফ্রেজার ও সাই হোপ। তিনজনকেই ফিরিয়ে দেন প্রাক্তন নাইট পেসার সন্দীপ। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক ঋষভ ও অক্ষর। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন হয় বাঁ-হাতি অলরাউন্ডারের। সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংস খেলেন অক্ষর। ঋষভের সঙ্গে তাঁর চতুর্থ উইকেট জুটিতে ওঠে ১১৩ রান। অক্ষর ৪৩ বলে ৬৬ রান করে আউট হওয়ার পর আরও বিধ্বংসী মেজাজে দেখা যায় ঋষভকে।

ডেথ ওভারে অভাবনীয় একটি ইনিংস খেলেন প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে বাইশ গজে ফেরা দিল্লি ক্যাপ্টেন। ইনিংসের শেষ ওভার করছিলেন গুজরাটের মোহিত শর্মা। তাঁর ওভারে চার ছক্কার ঝড় তুলে ৩১ রান নেন ঋষভ। সব মিলিয়ে মাত্র ৪৩ বলে অপরাজিত ৮৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ছক্কা হাঁকান ৮টি। ছয়ে নামা ট্রিস্টান স্টাবস মাত্র ৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ঋষভ ও স্টাবস শেষ ১৮ বলে তোলেন ৬৭ রান। দু’জনের জন্যই দিল্লি ২২০ উপর রান তুলতে সক্ষম হয়।

Latest article