প্রতিবেদন : চড়ছে পারদ। মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তবে এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির খবর। বৃহস্পতিবার একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ আশপাশের এলাকার ন্যূনতম তাপমাত্রা ছিল সোমবারের মতোই। সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই বেড়েছে সূর্যের তেজ।
আরও পড়ুন-বিনিয়োগ ১৩০০ কোটি, কর্মসংস্থান বহু
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের ২ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে ৯ ও ১০ মার্চ নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৯ মার্চ, বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবক’টি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী দিন পাঁচেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।