মাঝ আকাশে বিমানকর্মীর গলায় কোপ মারলেন যাত্রী

যত কাণ্ড মাঝ আকাশে। উড়ন্ত বিমানে হঠাৎই আপৎকালীন দরজা খুলতে চেষ্টা করছিলেন এক ব্যক্তি।

Must read

প্রতিবেদন : যত কাণ্ড মাঝ আকাশে। উড়ন্ত বিমানে হঠাৎই আপৎকালীন দরজা খুলতে চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে সোজা কোপ বসালেন বিমানকর্মীর গলায়। মঙ্গলবার লস অ্যাঞ্জেলস থেকে বোস্টনগামী বিমানে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার, বিমানকর্মীদের আক্রমণ-সহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলস থেকে বোস্টনের উদ্দেশে রওনা দিয়েছিল আমেরিকার একটি বিমান।

আরও পড়ুন-মোদিরাজ্য গুজরাতের উপকূলে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অবতরণের ৪৫ মিনিট আগে বিমানকর্মীরা বিপদের অ্যালার্ম শুনতে পান। বিমানকর্মীরা দেখেন, বিমানের পিছনদিকের দরজাটি প্রায় খুলে গিয়েছে। কোনওমতে চলন্ত বিমানের দরজা আটকে দেন তাঁরা। সেই সময়েই জানা যায়, ফ্রান্সিস্কো তোরেস নামে এক ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে বিমানের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। সঙ্গে সঙ্গে তোরেসকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিমানকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেন তিনি। তোরেস পাল্টা প্রশ্ন করেন, তিনি যে বিমানের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন, তার কি কোনও প্রমাণ আছে?

আরও পড়ুন-নিউইয়র্কে বিমান ভেঙে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার

এ সময় হঠাৎই একটি ভাঙা চামচ নিয়ে সংশ্লিষ্ট বিমানকর্মীর উপর চড়াও হন তোরেস। গলায় পরপর তিনবার চামচের কোপ বসান তিনি। গুরুতর আহত হন ওই বিমানকর্মী। সহযাত্রীদের সাহায্যে কোনওমতে আটক করা হয় তোরেসকে। বিমানটি বিমানবন্দরে পৌঁছতেই তোরেসকে গ্রেফতার করা হয়।

Latest article