নিউইয়র্কে বিমান ভেঙে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার

একটি ছোট যাত্রীবাহী বিমান ভেঙে পড়ায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা রোমা গুপ্ত (৬৩)।

Must read

প্রতিবেদন : একটি ছোট যাত্রীবাহী বিমান ভেঙে পড়ায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা রোমা গুপ্ত (৬৩)। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর মেয়ে রিভা এবং বিমানের পাইলট। বিমানটি ভেঙে পড়ে আমেরিকার নিউইয়র্কে।

আরও পড়ুন-পড়ুয়াদের হোলি ভেস্তে দিল পাক মৌলবাদীরা, লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়

জানা গিয়েছে, রবিবার ৪ আসনের একটি পাইপার চেরোকে বিমানে করে লং আইল্যান্ডের রিপাবলিক বিমানবন্দরে ফিরছিলেন রোমা এবং তাঁর মেয়ে। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর কিছু আগেই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন পাইলট। তাই পাইলট জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করানোর চেষ্টা করেন। দ্রুত অবতরণ করতে গিয়েই দুর্ঘটনায় পড়ে বিমানটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। নর্থ লেন্ডেনহাস্ট দমকল বিভাগের প্রধান জানিয়েছেন ভেঙে পড়া বিমান থেকে দু’জনকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন-জনসংযোগ নেই, লোকসভায় অন্তত ১৫ প্রার্থী বদল বিজেপির

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক মহিলার। মৃত মহিলার নাম রোমা গুপ্ত। দমকল সূত্রে আরও জানানো হয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তাই পাইলট রিপাবলিক বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অবতরণের আগেই বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় বিমান সংস্থার দিকে আঙুল তোলা হয়েছে।

Latest article