রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ক্রমবর্ধমান। সমস্যা খতিয়ে দেখতে আজ বি সি রায় শিশু হাসপাতাল (hospital) পরিদর্শনে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সুদেষ্ণা রায় জানান, ‘বেশ কিছু শিশু আইসিইউতে রয়েছে তবে সবার অ্যাডিনো ভাইরাস হয়েছে এমন নয়। কোমর্বিডিটি রয়েছে। তবে নজর রাখা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-৯০ বছর বয়সের মানুষের হার্টে পেসমেকার, অসাধ্য সাধন বি আর সিং হাসপাতালের
প্রসঙ্গত গত ২ মাসে অ্যাডিনো ভাইরাস, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ফলে রাজ্যে ১১২ শিশুর মৃত্যুর হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময় আর এর মধ্যেই রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত, মৃত্য়ু হয়েছে ৭ শিশুর! তাদের মধ্যে ৪ জন নিউমোনিয়া ও ২ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল। পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।