৯০ বছর বয়সের মানুষের হার্টে পেসমেকার, অসাধ্য সাধন বি আর সিং হাসপাতালের

অসম্ভব বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ৯০ এর ওই ব্যক্তি। ভর্তি হওয়ার সময় ওই রোগীর হার্ট রেট খুবই কম ছিল।

Must read

৯০ বছরের এক রোগীর শরীরে পেসমেকার বসিয়ে অসাধ্য সাধন করলেন বি আর সিং হাসপাতালের চিকিৎসকরা। পেসমেকার বসানো যথেষ্ট কঠিন সব বয়সেই। সেখানে ৯০ বছর বয়সের কোনও মানুষের হার্টে পেসমেকার বসিয়ে সেটাকে স্থিতিশীল করা খুবই কঠিন।

আরও পড়ুন-ফের ছাঁটাই মেটায়

অসম্ভব বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ৯০ এর ওই ব্যক্তি। ভর্তি হওয়ার সময় ওই রোগীর হার্ট রেট খুবই কম ছিল। সম্পূর্ণ ভাবে হার্ট ব্লক হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন বার্ধক্যজনিত রোগ ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শরীরে প্লেটেলটের সংখ্যা কম ছিল। তার পরেও পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্টেবিলাইজ করার পর ওই রোগীর শরীরে পেসমেকার বসানো হয়।

আরও পড়ুন-বাখমুটে ওয়াগনার

বি আর সিং হাসপাতালের কার্ডিওলজিস্টরা ২০ মিনিটেই ওই রোগীর শরীরে পেসমেকার বসানো হয়ে যায়। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওই রোগীকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছিলেন। আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।

Latest article