প্রতিবেদন : পুর এলাকার ধাঁচে এবার থেকে রাজ্যের সব পঞ্চায়েত এলাকাতেও অনলাইনে বাড়ি তৈরির নকশা বা বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাওয়া যাবে। পাশাপাশি দমকল, বিদ্যুৎ, পরিবেশ সংক্রান্ত নানাবিধ ছাড়পত্র অনলাইনেই মিলবে। খুব শীঘ্রই পঞ্চায়েত দফতর থেকে অনলাইনে বাড়ি তৈরির ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে কেউ গ্রামে বাড়ি বানাতে চাইলে তিনি অনলাইনেই আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত দফতর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হবে। ফলে মানুষের সুবিধা হবে।
আরও পড়ুন-বেআইনি পার্কিং রুখতে কঠোর পুলিশ
পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত গ্রামাঞ্চলে বাড়ির নকশা অনুমোদন করে। কিন্তু পঞ্চায়েতের হাতে পর্যাপ্ত লোকবল না-থাকায় নকশা অনুমোদনে অনেক সময়েই ত্রুটি থাকে। বর্তমানে পঞ্চায়েত এলাকাতে বহুতল, হোটেল ইত্যাদি তৈরি হওয়ার কারণে চাপ বাড়ছে। মোটা টাকার বিনিময়ে বেআইনি ভাবে বাড়ির নকশা অনুমোদনের অভিযোগও উঠছে। সেই কারণে বিল্ডিং প্ল্যান অনুমোদনের গোটা প্রক্রিয়া অনলাইনে এনে কেন্দ্রীয় ভাবে বিষয়টি নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনায় গ্রামে বাড়ি বানাতে হলে অনলাইনে আবেদন জানাতে হবে। নকশা ও অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে আবেদনের সঙ্গে।
আরও পড়ুন-ইনফ্লুয়েঞ্জা থেকেই ছড়াচ্ছে সংক্রমণ, অ্যাডিনো নিয়ে বিজেপির রাজনীতি
অনলাইনেই জমা নেওয়া হবে বিল্ডিং ফি। কাগজপত্র খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যানে অনুমোদন মিলবে অনলাইনেই। নির্মাণকাজ শুরুর কথাও অনলাইনেই জানাতে পারবেন মালিক বা প্রোমোটার। বাড়ির সিসি (কলপ্লিশন সার্টিফিকেট) এবং অকুপ্যান্সি সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করা যাবে। বিল্ডিং প্ল্যানের অগ্রগতিও জানা যাবে অনলাইনে।