ইনফ্লুয়েঞ্জা থেকেই ছড়াচ্ছে সংক্রমণ, অ্যাডিনো নিয়ে বিজেপির রাজনীতি

বিরোধীদের মুলতুবি প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, গত ৬ মার্চ সভায় মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে বিস্তারিত বিবৃতি দিয়েছেন।

Must read

প্রতিবেদন : রাজ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, শ্বাসযন্ত্রের সংক্রমণ তথা অ্যাডিনো ভাইরাসের প্রকোপ ও তার জেরে শিশুমৃত্যু আটকাতে প্রচেষ্টায় কোনও ফাঁক রাখছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে বিধানসভায় বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, একটি শিশুমৃত্যুর ঘটনাও তাঁর কাছে দুঃখের। তা রুখতে যা করণীয় তার সবই করা হচ্ছে এবং হবে। তা সত্ত্বেও এই শিশুমৃত্যু নিয়ে বিজেপির রাজনীতির খেলা অব্যাহত। কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যেদের রাজ্যে পাঠানো সেই রাজনীতিরই অঙ্গ।

আরও পড়ুন-নতুন সেতু উদ্বোধনে আগামিকাল ফের ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক

এর সঙ্গে যুক্ত হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ের ওপর আলোচনা চেয়ে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব আনার নাটক। যেখানে দু’দিন আগেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই প্রসঙ্গে যাবতীয় তথ্য দিয়েছেন। সেসময় বিধানসভায় উপস্থিত থাকার প্রয়োজন অনুভব করেননি বিজেপির নেতারা। অথচ এদিন ওই একই ইস্যুতে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনা এবং তা নিয়ে বিজেপির হুজ্জুতি তাঁদের এই ঘৃণ্য রাজনীতিকে দিনের আলোর মতো স্পষ্ট করে তুলেছে। বিধানসভায় দাঁড়িয়েই বিরোধীদের এই আচরণের তীব্র নিন্দা করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে রঙিন ইট

বিরোধীদের মুলতুবি প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, গত ৬ মার্চ সভায় মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে বিস্তারিত বিবৃতি দিয়েছেন। সেসময় বিরোধীরা উপস্থিত ছিলেন না। এখন মুলতুবি প্রস্তাব এনে অধিবেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বিঘ্নিত করতে চাইছেন। এরপর বিজেপি বিধায়করা সভায় স্লোগান দিতে থাকে। অধ্যক্ষ প্রথমার্ধে অধিবেশন মুলতুবি করে দিলে তাঁরা বিধানসভার লবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন।

Latest article