সংবাদদাতা, বাঁকুড়া : কয়লা লোডিং ও আনলোডিং বন্ধের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভ চলল বাঁকুড়া রেল স্টেশন সংলগ্ন বেলঘরিয়া এলাকায়। তিন বছর ধরে ডাম্পারে কয়লা এনে ওয়াগনে লোড করার সময় কয়লার ধুলোয় এলাকার প্রতিটি বাড়ির মানুষ, এমনকী শিশুরাও আক্রান্ত হচ্ছে।
আরও পড়ুন-হলদিয়ায় নতুন কমিটি তৃণমূল কংগ্রেসের
পরিস্থিতি দেখতে এলাকায় আসেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত ভক্ত, বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ, বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পন্ডা। মহকুমা শাসক জানান, ধুলো কমানোর জন্য রেল কর্তৃপক্ষকে অনবরত জল ছড়ানোর কথা বলা হয়েছে। তবে তাতে সমস্যার সমাধান হবে না মনে করে এলাকার মানুষ কয়লা লোডিং ও আনলোডিংয়ের জায়গা বদলের দাবিতে অনড় থাকেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান।