রাউরকেলা: সম্প্রতি বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় (India vs Germany) হকি দল। যুগ্মভাবে নবম স্থান পেয়েছিল তারা। যা নিয়ে সর্বত্র সমালোচনা হয়েছিল। বিশ্বকাপে ব্যর্থতার জেরে গ্রাহাম রিডকে ছাঁটায় করে নতুন কোচ হিসাবে ক্রেগ ফুলটনকে নিয়োগ করেছে হকি ইন্ডিয়া। কোচ পাল্টানোর পরেই ভাল পারফরম্যান্স শুরু করল হকি দল। এফআইএইচ প্রো-লিগে শুক্রবার ভারতীয় দল ৩-২ গোলে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিল।
প্রথমার্ধের শেষ পর্বে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন। এক গোলে লিডের পরে তারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বিরতির পরে জার্মানপ্রীতের চমৎকার পাস থেকে ভারতের হয়ে লিড বাড়ান সুখজিৎ সিং। এরপর ফের নিজের দ্বিতীয় গোল করে ভারতের (India vs Germany) পক্ষে ৩-০ করেন সুখজিৎই। তিন গোল হজম করার পরে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ঘুরে দাঁড়ায়। এক গোল করে ব্যবধান কমায় তারা। এরপর ফের ব্যবধান কমায় জার্মানি। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জেতে। ম্যাচের সেরা হয়েছেন সুখজিৎ। তিনি বলেন, ‘‘খুব ভাল লাগছে। সমর্থকদের ধন্যবাদ।’’
আরও পড়ুন: মোতেরায় অশ্বিন-রাজ, প্রশংসায় সৌরভ