প্রতিবেদন : শীর্ষ আদালত চার বছর আগেই সংবিধানের ৩৭৭ নম্বর অনুচ্ছেদ বাতিল করে দিয়েছে। সুপ্রিম নির্দেশে সমলিঙ্গের প্রাপ্তবয়স্ক নাগরিকেরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন। সুপ্রিম কোর্টের ওই রায়ের কারণে বর্তমানে সমলিঙ্গের সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা হয় না। কিন্তু এখনও পর্যন্ত দেশে সমলিঙ্গের দাম্পত্য সম্পর্কের আইনি স্বীকৃতি নেই।
আরও পড়ুন-ইডির পর এবার সিবিআইয়ের তলব তেজস্বীকে
তাই সুপ্রিম কোর্টে তাঁদের বিয়ের স্বীকৃতি চেয়ে মামলা করেছেন চার সমলিঙ্গ দম্পতি। সর্বোচ্চ আদালত সেই মামলাটি গ্রহণ করেছে। আগামী সোমবার থেকে ওই মামলার শুনানি শুরু হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার থেকে টানা শুনানি হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশের হাইকোর্টগুলিতে দায়ের হওয়া এ ধরনের মামলাগুলিও একই সঙ্গে বিবেচনা করা হবে।
আরও পড়ুন-হংকং ফ্লু নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কবার্তা কেন্দ্রের
জানা গিয়েছে, শীর্ষ আদালত শীঘ্রই এ বিষয়ে তার মতামত জানাবে। মামলাকারীরা আশাবাদী, শীর্ষ আদালত এবার এক ঐতিহাসিক রায় দিতে চলেছে।
চার মামলাকারী তাঁদের আবেদনে বলেছেন, সমলিঙ্গের বিয়ে দেশে বাড়ছে। ২০১৮ তে সুপ্রিম কোর্ট সংবিধানের ৩৭৭ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর সমলিঙ্গের বিয়ে বেড়েছে।