নয়াদিল্লি : সমকামী বিবাহের (Same-sex Marriage) স্বীকৃতি চেয়ে করা মামলার শুনানি হবে শীর্ষ আদালতের (Supreme Court) পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। ১৮ এপ্রিল থেকে এই বিষয়ে শুনানি শুরু করবে সাংবিধানিক বেঞ্চ। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা এবং জে বি পারদিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
সমকামী বিবাহের স্বীকৃতি চেয়ে করা আবেদনের বিরোধিতা করে কেন্দ্র সুপ্রিম কোর্টকে আগেই জানিয়েছে, দেশ সমলিঙ্গের বিবাহকে (Same-sex Marriage) স্বীকৃতি দেয় না। কারণ এটা ভারতীয় পরিবার সংক্রান্ত ধ্যান-ধারণার পরিপন্থী। দেশের সংবিধান এবং ব্যক্তিগত আইন ব্যবস্থায় বিবাহের আইনি বোঝাপড়া শুধুমাত্র একজন জৈবিক পুরুষ এবং জৈবিক মহিলার মধ্যেই হয়ে থাকে। বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়ার জন্যও আদালতকে অনুরোধ জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন: বিজেপির আননোন ফান্ড মোদি-শাহকে কারা দিলেন?