নিয়ম মেনেই হচ্ছে রিসর্ট

Must read

প্রতিবেদন : ডুয়ার্সে (Dooars- Resort) নিয়ম ভঙ্গ করে কোনও বেসরকারি রিসর্ট তৈরি হচ্ছে না। ফরেস্টের যাবতীয় নিয়ম মেনেই সেই রিসর্ট তৈরি হচ্ছে। সোমবার বিধানসভায় বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপির যারা এই অভিযোগ করছে তারা জাতীয় উদ্যান ও ফরেস্ট রেঞ্জের ফারাক জানে না। যে বেসরকারি রিসর্টের (Dooars- Resort) কথা বলা হচ্ছে সেটি গরুমারা জাতীয় উদ্যান থেকে ৩.২ কিমি দূরে। আর লাটাগুড়ি ফরেস্ট রেঞ্জ থেকে ২০০ মিটার দূরে। ফলে বন দফতরের জমির ওপর বেআইনিভাবে রিসর্ট তৈরি হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার কোনও যুক্তি নেই। শুধুমাত্র রাজনীতি করার জন্যই এসব করা হচ্ছে। বক্তব্য বনমন্ত্রীর। তাঁর কথায়, বিধানসভায় এই অভিযোগ শোনার পর আমি জলপাইগুড়ির জেলাাশাসক এবং বন দফতরের আধিকারিকদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়েছি। ওই বেসরকারি সংস্থা কতটা জমির ওপর কোথায় কাজ করছে তার সমস্ত তথ্য যাচাই করে দেখা হয়েছে। আবারও দেখা হবে। এদিন রীতিমতো ওই অঞ্চলের ম্যাপ তুলে ধরে দেখান বনমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, সংশ্লিষ্ট সংস্থাটি ২৩২১.৫৫ ডেসিমেল জমিতে কাজ করছে। সব নিয়ম মেনেই কাজ হচ্ছে। প্রশাসন সজাগ রয়েছে। বক্সা রিজার্ভ ফরেস্ট থেকে দুটি গ্রামের মানুষকে বুঝিয়ে সরানো হচ্ছে। কারণ সেখানে বাঘের ভালরকম আনাগোনা ধরা পড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন বন দফতর। মাঝেমধ্যেই বনের গভীরে অনেক সময় বাঘ-মানুষ মুখোমুখি হয়ে যাচ্ছে। বড়সড় দুর্ঘটনা এড়াতে দুটি গ্রামের মানুষকে সরাতেই হবে। এদের প্রত্যেককে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন: ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শুনবে সমকামী মামলা

Latest article