নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Must read

নন্দীগ্রামে (Nandigram Dibas) শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আজ আরও একটি ১৪ মার্চ তার ব্যতিক্রম হল না। এদিন টুইট করে তিনি লেখেন, ১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন। এটি বাংলার অসহায় কৃষকদের উপর বর্বরোচিত হামলার একটি ভয়াবহ স্মৃতি। নন্দীগ্রামের ১৪জন শহিদ এবং অগণিত গ্রামবাসী যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার শিকার হয়েছিলেন।

প্রতি বছর ১৪ মার্চকে কৃষক দিবস (Nandigram Dibas) হিসাবে স্মরণ করা হয়। ২০০৭ সালে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল অনেককে। নন্দীগ্রামের সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকদের শ্রদ্ধা।

আরও পড়ুন: ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শুনবে সমকামী মামলা

একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নন্দীগ্রাম দিবসে টুইট করে শহিদদের শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, ২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহিদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

Latest article