প্রতিবেদন : আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। রাজ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-বিতর্ক এড়াতেই কি আপলোড করা হল না অনুপমের বক্তৃতা
আবহাওয়া দফতরের পক্ষ থেকে উত্তরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, ১৪ ও ১৫ মার্চ মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এর জন্য এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদিও এদিন সন্ধ্যায় কালিম্পংয়ে মুষলধারে একঘণ্টার বেশি বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ১৫ থেকে ১৭ মার্চ অর্থাৎ বুধ থেকে শুক্রবারের মধ্যে। সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।