বাকি চারটি উপনির্বাচনের মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন।
আরও পড়ুন-জয়ের পর ভবানীপুর-সহ সারাবাংলার মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
রেকর্ড ব্যবধানে ভবানীপুরে জয়ের পরই কালীঘাটের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানানোর পরেই ৩ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী
দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ
খড়দহে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
আরও পড়ুন-ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
গোসাবা আসনেও উপনির্বাচন হবে। সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়ায় দৌড়ে আছেন বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল। তবে কে লড়বেন? তা সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে পরে ঘোষণা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২ নভেম্বর এই চার কেন্দ্রে ভোট গণনা।