আরও চার আসনে উপনির্বাচন, ভবানীপুরে জয়ের পরেই তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

বাকি চারটি উপনির্বাচনের মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন।

আরও পড়ুন-জয়ের পর ভবানীপুর-সহ সারাবাংলার মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

রেকর্ড ব্যবধানে ভবানীপুরে জয়ের পরই কালীঘাটের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানানোর পরেই ৩ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী
দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ
খড়দহে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

আরও পড়ুন-ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

গোসাবা আসনেও উপনির্বাচন হবে। সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়ায় দৌড়ে আছেন বাপ্পাদিত্য নস্কর ও সুব্রত মণ্ডল। তবে কে লড়বেন? তা সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে পরে ঘোষণা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২ নভেম্বর এই চার কেন্দ্রে ভোট গণনা।

Latest article