প্রতিবেদন : মাকে খুন (Mumbai Murder Case) করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। সেই টুকরো কিছুটা রাখা হয়েছিল ঘরে আলমারির মধ্যে, বাকিটা রাখা হয়েছিল জলের ট্যাঙ্কে। মাকে খুন (Mumbai Murder Case) করেছিল মেয়ে। বুধবার কীর্তিমান মেয়েকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মৃতের নাম বীণা জৈন (Bina Jain)। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে লালবাগের বাসিন্দা বীণাকে খুন করা হয়েছিল। তারপর ওই মহিলার দেহ টুকরো টুকরো করে কিছুটা অংশ প্লাস্টিকের ব্যাগে ভরে আলমারিতে রাখা হয়েছিল। বাকিটা একটি ইস্পাতের বাক্সে ভরে জলের ট্যাঙ্কে রাখা হয়েছিল। পুলিশের একটানা জেরার মুখে ভেঙে পড়ে মাকে খুনের কথা শিকার করেছে ২৩ বছরের মেয়ে রিম্পল জৈন।
আরও পড়ুন: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলনেত্রীকে আক্রমণ কংগ্রেসের, আচরণ নিয়েই প্রশ্ন
মঙ্গলবার বীণার ভাই এবং এক ভাইপো থানায় এসে জানান যে, ২৬ নভেম্বরের পর থেকে তাঁরা আর তাঁর বোনের খোঁজ পাচ্ছেন না। যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও তাঁরা কোনওভাবেই বীণার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ ব্যাপারে মেয়ে রিম্পলকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন কথা বলছে। ওই অভিযোগের ভিত্তিতেই মুম্বই পুলিশ মৃতার বাড়িতে তল্লাশিতে যায়। সে সময় ঘরের একটি আলমারির থেকে উদ্ধার হয় একটি বড় মাপের প্লাস্টিকের ব্যাগ। ওই প্যাকেটের মধ্যে মেলে বীণার পচাগলা দেহ। এরপরই গ্রেফতার করা হয় রিম্পলকে। তবে কীভাবে বীণার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন বীণা। সেই ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ডিসিপি প্রবীণ মুন্ডে বলেছেন, ঘটনার তদন্তে তাঁরা রিম্পলকে জিজ্ঞাসাবাদ করছেন।