প্রয়াত লিটল ম্যাগের প্রাণপুরুষ সন্দীপ দত্ত

Must read

প্রতিবেদন : চলে গেলেন কলকাতার বিখ্যাত লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা পরিচালক সন্দীপ দত্ত (Sandip Dutta)। বুধবার প্রয়াত হলেন লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সন্দীপ দত্ত। শূন্য হয়ে গেল কলেজ স্ট্রিট বইপাড়ার প্রাণকেন্দ্র টেমার লেনে তাঁর বাড়িতে লেখক-কবি-শিল্পী-গবেষকদের অতিপ্রিয় লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে তাঁর ব্যবহৃত দীর্ঘদিনের পরিচিত সেই কাঠের চেয়ার-টেবিল। প্রিয়জনদের আশাভরসা ও মায়া কাটিয়ে বেশ কয়েকদিন রোগভোগের পর শেষ পর্য়ন্ত হাসপাতালেই মৃত্যু হল সন্দীপবাবুর (Sandip Dutta)। তিনি সব সময়ই বলতেন, লিটল ম্যাগাজিনে লিখুন। লিটল ম্যাগাজিন কিনুন। কিনে পড়ুন। লিটল ম্যাগাজিন কিনে পড়ার সাহসই হল লেখকের গর্ব ও অহংকার। লিটল ম্যাগাজিনের সম্পাদক ও কবি-লেখকদের এভাবে সাহস ও বল জোগানোর মতো আর কাউকে ঊভিষ্যতে পাওয়া যাবে কিনা সে কথা বলবে সময়। তবে সন্দীপ দত্তের এই প্রয়াণে নবীন-প্রবীণ লেখককুলের সকলেই পিতৃহারার দুঃখ পেয়েছেন। বাংলা লিটল ম্যাগাজিনের বিস্তৃত জগতের যে অপূরণীয় ক্ষতি হল এ কথাও লেখাই বাহুল্য। সন্দীপ দত্তর মৃত্যুতে শোকাহত তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ প্রণাম জানিয়ে পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে।

আরও পড়ুন: প্রতিদিন বন্ধু অঙ্কিতার স্কুলে আসে শালিক মিঠু

Latest article