প্রতিবেদন : স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিলে (Shubman gill) মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজের জাত চিনিয়েছেন শুভমন। ধারাবাহিকভাবে রান করছেন। সৌরভ (Sourav Ganguly) বলছেন, ‘‘শেষ ৬-৭ মাস ধরে অসাধারণ ফর্মে রয়েছে শুভমন। নিজেকে প্রমাণ করার জন্য ও আর কী করতে পারে! কোনও সন্দেহ নেই, শুভমান এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য। ওকে অবশ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলানো উচিত।’’
৭ জুন ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও সৌরভ কিন্তু রোহিত শর্মাদের উপরেই বাজি ধরছেন। তিনি বলছেন, ‘‘ভারতীয় দল যে শুধু ঘূর্ণি পিচেই সফল, তেমনটা কিন্তু নয়। এই দলটা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ডের মাটিতেও টেস্ট জিতেছে। তাই অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে না হারানোর কোনও কারণ দেখছি না।’’
একই সঙ্গে সৌরভ জানাচ্ছেন, বর্ডার-গাভাসকর ট্রফি জেতার পিছনে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডারদের বড় ভূমিকা রয়েছে। সৌরভের বক্তব্য, ‘‘অশ্বিন ও জাদেজাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে অক্ষরের কথা আলাদা করে বলতেই হচ্ছে। ব্যাট হাতে লোয়ার অর্ডারে ওর অবদান প্রশংসার যোগ্য। এমনকী, বল হাতেও নিজেকে প্রমাণ করেছে। ওরা তিনজন কিন্তু ভারতীয় দলের গভীরতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।’’