কেন্দ্রকে হুঁশিয়ারি সত্যপালের

Must read

প্রতিবেদন : তাঁর প্রাণসংশয় হলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র। নরেন্দ্র মোদি সরকারকে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satya Pal Malik)। সম্প্রতি তাঁর জেড প্লাস নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্র। বর্তমানে একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন সত্যপালের নিরাপত্তার জন্য। এই অবস্থায় তাঁর প্রাণশংসয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন সত্যপাল (Satya Pal Malik)। একাধিক রাজ্যের রাজ্যপালের দায়িত্ব সামলানো এক সময়ের বিজেপি ঘনিষ্ঠ সত্যপাল মন্তব্য করেছেন, তাঁর প্রাণসংশয় হলে দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার। ২০১৮ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে ছিলেন সত্যপাল। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা হারায়। যা নিয়ে শোরগোল পড়ে গোটা দেশে। বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতে হামলার হুমকি দেয়। এই অবস্থায় জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়ায় তাঁর প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কায় সত্যপাল৷

আরও পড়ুন: দুয়ারে রেশন চলবে, সুপ্রিম রায়ে মুখ পুড়ল বিরোধীদের

Latest article