বিজেপির বুলডোজার নীতি এবার চাষের জমিতেও। চাষের জমিতে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করল মধ্যপ্রদেশ পুলিশ (Bulldozer- Madhya Pradesh Police)। বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে দামোহ জেলায়।
পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্লা (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লাকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের হদিস না পেয়ে ফসলের জমিতে বুলডোজার চালায় পুলিশ (Bulldozer- Madhya Pradesh Police) ও মধ্যপ্রদেশ প্রশাসন। যদিও পুলিশের অন্য এক সূত্র বলছে, ওই জমি সরকারি। ওই জমি দখল করে চাষ করছিলেন সিংহ ভাইয়েরা। তাঁরা গ্রামের একটি সরকারি স্কুলের জমিও দখল করে রেখেছে।
যদিও জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য বলেন, “জোড়া খুনের মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে। দু’টি কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যে সব জমি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সব উদ্ধার করা হয়েছে।”
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অভিযোগ প্রমাণ হোক বা না হোক, আদালত কী রায় দিল, তা পরোয়া না করেই বুলডোজার নীতি নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই পুলিশের আধিকারিক জানিয়েছেন, এই নীতি চলবেই।
আরও পড়ুন: দেউচায় ২০২৪ থেকে কয়লা উত্তোলন