ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বেকারের সংখ্যা ৩৯ লক্ষ। সেখানে গত ৩ বছরে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন মাত্র ২১ জন! শুধু তাই নয় চাকরি দিতে শিবরাজ সিং চৌহানের সরকারের তাতে খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। যা নিয়ে তোলপাড় সারা দেশ। তুলোধনা তৃণমূল কংগ্রেসের (TMC)।
মন্ত্রী শশী পাঁজা (Shashi panja) বলেছেন, “বিজেপির অধীনে মধ্যপ্রদেশের কর্মসংস্থান অফিসের অবস্থা আশঙ্কাজনক! ৩৯ লাখ বেকারের মধ্যে মাত্র ২১ জনের কর্মসংস্থান হয়েছে! জনপ্রতি খরচ ৮০! এটাই কি বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ক্ষমতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?”
Under @BJP4India, MP's employment offices are in an alarming state!
Of 39 lakh registered unemployed persons, only 21 have been employed!
This comes out to nearly ₹80 lakh per person!
Is this the power of BJP's Double Engine Govt, PM @narendramodi?https://t.co/mDaFHmYkNc— Dr. Shashi Panja (@DrShashiPanja) March 16, 2023
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি চাকরি পেয়েছেন মাত্র ২১ জন। অথচ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন এই রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ৩৯ লক্ষ। সম্প্রতি এই ডাবল ইঞ্জিন রাজ্যের এমন করুণ ছবি প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: পথ হারিয়েছিল, পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড
গত ১ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস বিধায়ক মেভারাম জাটভের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয় রাজ্য সরকারের তরফে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। অথচ গত তিন বছরে মধ্যপ্রদেশের ৫২টি জেলায় কর্মসংস্থানের অফিস পরিচালনার জন্য খরচ হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। অর্থাৎ, হিসেব মতো একজনকে চাকরি দিতে সরকারের খরচ হয়েছে ৮০ লক্ষ টাকা। চলতি বছর শেষে বিধানসভা ভোট মধ্যপ্রদেশে। তার আগে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কোমর বাঁধছে বিরোধীরা।