প্রতিবেদন : আগেই বাংলার রসগোল্লা পেয়েছে জিআই ট্যাগ। এবার রসগোল্লায় মিলবে হলমার্ক। সোনার গয়নাতেই ইতিমধ্যে এই হলমার্ক চালু হয়ে গিয়েছে। এবার বাংলার সেরা মিষ্টি রসগোল্লাতে বসবে হলমার্ক। তবে প্যাকেজিংয়ের পর। অর্থাৎ রসগোল্লার টিন কিংবা প্যাকেটে এই হলমার্ক থাকবে। এছাড়া গোলাপ জামুন ও খোয়া খিরের প্যাকেটে থাকবে হলমার্ক।
আরও পড়ুন-আধুনিক প্রযুক্তি টালা ট্যাঙ্কের ‘আয়ু’ বাড়াল
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএসএর পূর্বাঞ্চলের ডেপুটি ডাইরেক্টর ডি চক্রবর্তী জানান, রসগোল্লার আন্তর্জাতিক পরিচিতি আছে। স্বভাবতই আমরা বাড়তি গুরুত্ব দিয়ে হলমার্কের ব্যবস্থা করেছি।