প্রতিবেদন : ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে (Bus Accident in Bangladesh)। রবিবার সকালে পদ্মা সেতুতে ওঠার মুখে খাদে পড়ে গেল একটি বাস। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। পদ্মা সেতুতে এতবড় দুর্ঘটনা (Bus Accident in Bangladesh) আগে ঘটেনি। জানা গিয়েছে, খুলনার ফুলতলা থেকে বাসটি ঢাকা যাচ্ছিল। মদারিপুর জেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তায় দুর্ঘটনায় পড়ে বাসটি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ বাসটি ছাড়ে। সকাল সাড়ে সাতটা নাগাদ পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল বাসটি। মাদারিপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। এরপর সজোরে রেলিংয়ে ধাক্কা মেরে বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। পুলিশ ও দমকলকর্মীরা মিলে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই ১৬ জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতবেন জানালেন মাস্ক