প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতবেন জানালেন মাস্ক

Must read

প্রতিবেদন : তিনি ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী বা সমর্থক এমনটা কখনওই নয়। তবে ম্যানহাটন আদালতের রায়ে আমেরিকার এই রিপাবলিকান নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলে দ্বিতীয় বারের জন্য তাঁর হোয়াইট হাউসে ঢোকা কেউ আটকাতে পারবে না বলে মনে করছেন ট্যুইটার-কর্তা ইলন মাস্ক (Elon Musk- Donald Trump)। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে যে কোনও দিন ট্রাম্প গ্রেফতার হতে পারেন, যুক্তরাষ্ট্রে এ নিয়ে জল্পনাকল্পনা তুঙ্গে। মাস্ক মনে করছেন, এ-সব মুখরোচক আলোচনায় আদতে লাভবান হবেন ট্রাম্পই। মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। মাস্ক ট্যুইট করেন, গ্রেফতার হলেই বিপুল জনপ্রিয়তা পাবেন ট্রাম্প। সেক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের জন্য বিপুল ভোটে জিতবেন তিনি। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে মোটা টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে তদন্ত করছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্ট। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, স্টর্মি ড্যানিয়েল নামে ওই পর্ন তারকা যাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলেন, তার জন্য আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল।

যথারীতি ট্রাম্প (Elon Musk- Donald Trump) তাঁর বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানহাটন আদালতের প্রধান কৌঁসুলির সচিবালয়কে আক্রমণ করে তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এই সচিবালয় আমাকে আটকাতে চাইছে। আমি যাতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি তার জন্যই এটা করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিতে আজ কৃষক সমাবেশ

Latest article