দিল্লিতে আজ কৃষক সমাবেশ

Must read

প্রতিবেদন : তিন বছর পর ফের রাজধানী দিল্লিতে ফের বড় মাপের কৃষক সমাবেশ (Farmers Rally In Delhi) হতে চলেছে। সোমবার দিল্লির রামলীলা ময়দানে এই সমাবেশ হবে। ইতিমধ্যেই সমাবেশে যোগ দিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চল থেকে হাজার হাজর কৃষক দিল্লির পথে পাড়ি দিয়েছেন। সাত দফা দাবি আদায়ে এই সমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। কৃষকদের এই সমাবেশ ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলন ফের দেশজুড়ে হইচই ফেলতে পারে। মূলত মোদি সরকারের কৃষক- বিরোধী নীতির প্রতিবাদেই এই সমাবেশ (Farmers Rally In Delhi)।

আরও পড়ুন: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বায়ো মাইনিং পদ্ধতিতে

ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা, ঋণ মকুব-সহ একাধিক দাবি আদায়ে কৃষকদের এই সমাবেশ হতে চলেছে। পাশাপাশি কৃষকদের দাবি, প্রতিমাসে তাঁদের জন্য ৫ হাজার টাকা করে পেনশন দিতে হবে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে কৃষকদের বিরুদ্ধে যে-সমস্ত মামলা চলছে সেগুলি প্রত্যাহার করতে হবে। লোকসভা ভোটের আগে কৃষকদের এই আন্দোলন নতুন করে মোদি সরকারকে বিপাকে ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। মহারাষ্ট্রে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কৃষকদের লং মার্চ চলছে।

আরও পড়ুন: ৩৪,৯০০ কোটি টাকার পেট্রোকেম প্রকল্প স্থগিত রাখল আদানি গোষ্ঠী

Latest article