প্রতিবেদন : দুদিন আগে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানাকে তোয়াক্কা না করেই রুশ বাহিনী অধিকৃত ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলে পৌঁছে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু পৌঁছে যাওয়াই নয়, সেখানকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। রবিবার রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হঠাইৎ মারিউপোলে এসেছিলেন প্রেসিডেন্ট পুতিন। নিজেদের দাবির প্রমাণে একটি ভিডিও প্রকাশ করেছে তাস। ভিডিও ফুটেজটিতে পুতিনকে রাত্রিবেলা মারিউপোলের রাস্তায় গাড়ি চালাতে দেখা গিয়েছে। পরে তিনি একটি কনসার্ট হলে যান। গত বছরের জুনে দীর্ঘ লড়াইয়ের পর মারিউপোল দখল করেছিল রাশিয়া। তারপর ১০ মাস কেটে গিয়েছে। এই প্রথম মারিউপোল সফরে এলেন প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin in mariupol)।
আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পই জিতবেন জানালেন মাস্ক
সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হেলিকপ্টারে করে মারিউপোলে এসেছিলেন পুতিন (Vladimir Putin in mariupol)। শহরের বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। রুশ আক্রমণে ইউক্রেনের এই শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই শহরে ৩০০-রও বেশি নিরীহ মানুষকে রুশ সেনা হত্যা করেছে বলে কিয়েভের অভিযোগ। ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, শহরটি কীভাবে পুনর্গঠন করা হচ্ছে সেই সম্পর্কে প্রেসিডেন্টকে জানাচ্ছেন রুশ প্রশাসনিক কর্তারা। তবে, রুশ প্রেসিডেন্টের এই সফর, আসলে আমেরিকা-সহ পশ্চিমি শক্তিগুলির প্রতি বিশেষ বার্তা বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
শুক্রবারই আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর অর্থ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য ১২৩টি দেশে পা রাখলেই গ্রেফতার করা যাবে পুতিনকে। তারপরই, শনিবার পুতিনকে দেখা গিয়েছিল ক্রিমিয়াতে। তার পরের দিন তিনি এলেন মারিউপোলে।