রিয়াধ, ১৯ মার্চ : সৌদি লিগে আল নাসেরকে জয়ে ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শনিবার রাতে আভার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে আল নাসের। ঘরের মাঠে ৭৮ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে ছিলেন রোনাল্ডোরা। ওই পরিস্থিতিতে বিপক্ষ বক্সের বাইরে ফ্রি-কিক পায় আল নাসের। প্রায় ৩৫ গজ দূর থেকে অসাধারণ ফ্রি-কিকে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। যা ঘরের মাঠে তাঁর প্রথম গোল। এর আগে সৌদি ক্লাবের হয়ে সিআর সেভেন যে আটটি গোল করেছিলেন, তার প্রত্যেকটি ছিল বিপক্ষের মাঠে। ম্যাচের পর রোনাল্ডো (Cristiano Ronaldo) ট্যুইট করেন, ‘‘ম্যাচটা জিতে দারুণ লাগছে। আরও ভাল লাগছে ঘরের মাঠে সমর্থকদের সামনে গোল করতে পেরে।’’
আরও পড়ুন: রুশ অধিকৃত মারিউপোলে হঠাৎই হাজির হলেন পুতিন
ম্যাচে রোনাল্ডোর গোলে সমতা ফেরানোর মিনিট পাঁচেকের মধ্যেই আল নাসেরের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড তালিস্কা। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সৌদি লিগের দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখে দিলেন রোনাল্ডোরা। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তেহাদ। এদিকে, ক্লাবকে জিতিয়েই দেশে ফেরার বিমান ধরেছেন রোনাল্ডো। জাতীয় দলের হয়ে ২০২৪ ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবেন তিনি। ২৩ মার্চ লিসবনে লিচেনস্টাইনের মুখোমুখি হবে পর্তুগাল। রোনাল্ডোদের দ্বিতীয় ম্যাচ ২৬ মার্চ। প্রতিপক্ষ লুক্সেমবার্গ।