আদানি-মোদি ঘোটালায় সিবিআই, ইডি কই

Must read

সংবাদদাতা, বসিরহাট : দুর্নীতি একটা আপেক্ষিক শব্দ। বাংলায় ১০ কোটির দুর্নীতি হলে কেন্দ্রের ১০ লক্ষ কোটির দুর্নীতি হচ্ছে। আমরা দুর্নীতির পক্ষে নই, বলেছি তদন্ত হোক, শাস্তি হোক। অথচ কেন্দ্রের দিকে তাকান, ব্যাঙ্ক লুট হয়ে গেল, কারও হুঁশ নেই। লোকে বলছে, অলিগলি মেঁ শোর হ্যায়, আদানি-মোদি (Adani-Modi) চোর হ্যায়। আদানি আর মোদি (Adani-Modi) ভাই-ভাই। কই সেখানে তো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যাচ্ছে না! এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ হানলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। রবিবার, বসিরহাট রবীন্দ্রভবনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মেলনে। বললেন, এখন বিজেপি, কংগ্রেস, সিপিএম এক হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আইএসএফ। বিজেপির টাকায় এরা চলছে। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি আসনেই তৃণমূল প্রার্থী জয় পাবে। বিরোধীরা বড়জোর ২৫ থেকে ৩০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে। কম্বল-কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি প্রসঙ্গে বলেন, ওঁর হাতে রক্ত লেগে আছে। বাংলার ওই নিরীহ মানুষগুলোর প্রাণের দাম ওঁকে দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য চেয়ারম্যান ওয়ায়েজুল হক প্রমুখ।

আরও পড়ুন: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বায়ো মাইনিং পদ্ধতিতে

Latest article