শহরে নাইটদের শিবির শুরু কাল

Must read

প্রতিবেদন : আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) চূড়ান্ত শিবির শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। সোমবার শহরে চলে আসছেন কেকেআরের অন্যতম সেরা তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই শিবিরের জন্য রবিবার শহরে আসছেন ১০ জন ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম নীতীশ রানা, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অনুকূল রায়, মনদীপ সিং। এছাড়াও কুলওয়ান্ত খেজরোলিয়া, হর্ষিত রানা, সুয়াস শর্মা, বৈভব আরোরার মতো কয়েকজনও প্রথম দিন থেকে শিবিরে থাকবেন।

আরও পড়ুন: রুশ অধিকৃত মারিউপোলে হঠাৎই হাজির হলেন পুতিন

প্রথম তিন দিন শিবির হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। পরে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করবে কেকেআর (Kolkata Knight Riders)। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে শিবির শুরুর কথা। ২৪ মার্চ শহরে আসবেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর এবং ডেভিড উইজি। সুনীল নারিন শহরে আসছেন ২৫ মার্চ। নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি এবং লকি ফার্গুসন, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজরা ২৮ মার্চের মধ্যে শহরে পৌঁছে যাবেন। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বে অধিনায়ক শ্রেয়স আইয়ারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নাইট ম্যানেজমেন্ট অপেক্ষা করবে তাঁর সুস্থ হওয়ার জন্য। না হলে বিকল্প অধিনায়ক বেছে নেবে ম্যানেজমেন্ট। জাতীয় দলের খেলা থাকায় বাংলাদেশের শাকিব আল হাসান ও লিটন দাসকে আইপিএলের শুরুর দিকে না-ও পেতে পারে কেকেআর। সেক্ষেত্রে শাকিব বা লিটনকে নেতৃত্ব দেওয়ার কথা না-ও ভাবতে পারে তারা।

Latest article