সোমবার ISL চ্যাম্পিয়ান মোহনবাগানকে (Mohun Bagan) সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের তরফে আরও ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আজ ভারত সেরা। ভারত সেরা মোহনবাগান একদিন বিশ্ব সেরা হবে- আশা মুখ্যমন্ত্রীর। এটিকে নয়, এখন থেকে মোহনবাগান সুপার জায়ান্টস বলেও উল্লেখ মুখ্যমন্ত্রীর।
শনিবার ISL ফাইনাল জেতে মোহনবাগান। শেষ হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কা জানান, পরের মরশুম থেকে মোহনবাগানের (Mohun Bagan) আগে আর এটিকে (ATK) থাকবে না। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সোমবার, মোহনবাগান তাঁবুতে চ্যাম্পিয়ন দলের সম্বর্ধনা অনুষ্ঠানে সমর্থকদের সেই আবেগ উসকে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মোহনবাগানের আগে এটিকে-টেটিকে শুনতে ঠিক ভাল লাগে না। আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সঙ্গে কথা বলতে। তারপর ও ঘোষণা করেছে। পরের বার মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে দল।“
আরও পড়ুন: রুশ অধিকৃত মারিউপোলে হঠাৎই হাজির হলেন পুতিন
“আইএসএল ফাইনালের দিন ভোরবেলা স্বপ্ন দেখি, মোহনবাগান জিতে গিয়েছে। খেলা শুরুর আগেই যে স্বপ্নটা দেখেছিলাম, সেটাই সত্যি হয়েছে।“- কথায় কথায় জানালেন মুখ্যমন্ত্রী। সেই ইংরেজ আমল থেকে মোহনবাগানের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন মমতা। বলেন, “মোহনবাগান আমাদের পথ দেখিয়েছে। আগামী দিনে চাইব, মোহনবাগান বিশ্বের সেরা ক্লাব হোক।“
তাঁর মা মোহনবাগানঅন্ত প্রাণ ছিলেন। ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা থাকলে কালীঘাটে পুজো দিতেন- স্মৃতি রোমন্থন করেন মমতা। বলেন, “আমার বাবা স্বাধীনতার আগে কালীঘাট মিলন সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন। তাই ফুটবলের সঙ্গে আমার পরিবার জড়িয়ে রয়েছে দীর্ঘদিন।“ এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল দলের কথাও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমার কাছে সব দল সমান।“ তবে, ইস্টবেঙ্গল প্রস্তুতির সময় পায়নি বলে জানান মমতা। তাঁর কথায়, সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানকে সবরকম সহায়তা দিয়েছেন। ISL জেতার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আরও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। গত বছর ক্লাব সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।