স্বরা ভাস্করকে চিঠি মুখ্যমন্ত্রীর

Must read

তিনি অভিনেত্রী। তবে রাজনীতিতেও রয়েছেন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর। ঠিক একমাসের মাথায় দিল্লিতে বিয়ে সারেন অভিনেত্রী। স্বরার বিয়ের রিসেপশনে আমন্ত্রণ ছিল জাতীয় রাজনীতির প্রথম সারির নেতৃত্বের। নিমন্ত্রণ ছিল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Swara Bhaskar- Mamata Banerjee)। কিন্তু দলীয় বৈঠক, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আর গিয়ে উঠতে পারেননি তিনি। স্বরা-ফাহাদকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান স্বরা।

আরও পড়ুন: মোহনবাগান বিশ্ব সেরা হবে, আরও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

ফাহাদ-স্বরার রিসেপশনে বিনো দুনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, জয়া বচ্চনের মতো ব্যক্তিত্বরাও। রিসেপশনে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকেও (Swara Bhaskar- Mamata Banerjee)। তবে নানা ব্যস্ততায় যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে শুভেচ্ছা জানিয়ে স্বরার মা-বাবাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান তিনি। সেখানে লেখেন, “আপনাদের মেয়ে স্বরার বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছি। স্বরা ও ফাহাদকে আমার অনেক শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।” মুখ্যমন্ত্রীর সেই চিঠি টুইটারে শেয়ার করেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে স্বরা লেখেন, “আপনার অনুপস্থিতি আমরা অনুভব করেছি। তবে আপনার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল।”

বিখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক ছিল নবদম্পতির পরনে। উজ্জ্বল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে ভারী গয়নায় অপরূপ দেখাচ্ছিল স্বরাকে। ফাহাদের পরেন ক্রিম রঙের শেরওয়ানি।

Latest article