পঞ্চায়েত (Panchayat) ভোটের আগেই তৈরী হয়ে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি মাসে অন্তত তিনবার বিভিন্ন জেলায় গিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকে জেলা সফর শুরু করতে চলেছেন বলে খবর। সোমবার দলের তরফে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-মমতার ওড়িশা সফরসূচি এক নজরে, থাকছে জগন্নাথধাম থেকে নবীন-সাক্ষাৎ
তৃণমূল বাঁকুড়া, আরামবাগ এবং আলিপুরদুয়ারে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছিল। এই জেলাগুলি দিয়ে সফর শুরু করবেন অভিষেক। ৮ এপ্রিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু। সেদিন তিনি যাবেন আলিপুরদুয়ারে। এর পর তিনি ১২ এপ্রিল বাঁকুড়া, ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান, ২০ এপ্রিল উত্তর দিনাজপুর এবং ২৯ এপ্রিল আরামবাগে যাবেন।
আরও পড়ুন-স্বরা ভাস্করকে চিঠি মুখ্যমন্ত্রীর
এই জেলা সফরের আগে মার্চে দু’টি কর্মসূচি রয়েছে। আগামী ২৭ মার্চ তিনি নিজের সাংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন। আমতলায় একটি বাস টার্মিনাস উদ্বোধন করতে চলেছেন। ২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল ছাত্র-যুব সমাবেশ রয়েছে। সেখানেও তিনি বক্তব্য রাখবেন।