চেন্নাই, ২০ মার্চ : পরপর দুই ম্যাচে শূন্য করে চাপে রয়েছেন সূর্যকুমার যাদব। সুনীল গাভাসকরের মতো ক্রিকেট পণ্ডিত তাঁকে ব্যাটিং কোচের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন। এটাও বলেছেন যে সূর্যর ব্যাটিং স্টান্সে গলদ রয়েছে।
এই অবস্থায় অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, শ্রেয়স আইয়ারের কী পরিস্থিতি তিনি জানেন না। ফলে ভারতীয় মিডল অর্ডারে জায়গা রয়েছে। তাঁরা সূর্যকে আরও সুযোগ দেবেন। রোহিত বলেছেন, ‘‘শ্রেয়স কবে ফিরবে জানি না। এখন মিডল অর্ডারে জায়গা খালি রয়েছে। তাই আমাদের ওকে খেলাতে হবে। সূর্য সাদা বলে নিজের দক্ষতা দেখিয়েছে। আর আমি আগেই বলেছি যে কেউ ভাল খেললে আমরা তাকে সুযোগ দেব।”
আরও পড়ুন-বিজয় মঞ্চে জনমোহিনী মুখ্যমন্ত্রীর ৫০ লাখ
বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচের পর ভারত অধিনায়ক এটাও বলেছেন যে, তাঁরা সূর্যর কাছে কী চান সেটা তিনি জানেন। এবার তাঁকে পারফর্ম করতে হবে। ‘‘এই মুহূর্তে সূর্য অন্য কারও জায়গায় খেলছে। আমরা দেখব ও রান পাচ্ছে কি না, ও স্বাভাবিক খেলতে পারছে কি না। না পারলে অন্য কিছু ভাবব। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু ভাবিনি আমরা।”
আরও পড়ুন-ফের ভর্ৎসনা কেন্দ্রকে, সেনা পেনশন মেটানোর সময়সীমা নিয়ে নির্দেশ দিল শীর্ষ আদালত
বলেছেন রোহিত। তিনি মেনে নেন যে সূর্য পরপর দুটি ম্যাচে রান পাননি। তার আগে টেস্টেও ব্যর্থ হয়েছেন। কিন্তু টানা ম্যাচ খেলার সুযোগও দিতে হবে তাঁকে। বলেছেন রোহিত। সূর্য গত দুটি ম্যাচে স্টার্কের সুইংয়ে পরাস্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৬টি একদিনের ম্যাচ খেলে সর্বোচ্চ রান ৩৪। এবার রান না পেলে টি-২০ ক্রিকেটের থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটারের ওয়ান ডে কেরিয়ার বিপদের মুখে পড়বে। ফলে চাপ নিয়েই তিনি চেন্নাইয়ে নামবেন।