ফের ভর্ৎসনা কেন্দ্রকে, সেনা পেনশন মেটানোর সময়সীমা নিয়ে নির্দেশ দিল শীর্ষ আদালত

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে এই সময়সীমার কোনও পরিবর্তন সরকার করতে পারবে না।

Must read

প্রতিবেদন : এক পদ, এক পেনশন নীতির অধীনে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বকেয়া মেটানো সংক্রান্ত মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছে, ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনশনের বকেয়া–সহ পাওনা ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে ফের একবার বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। এদিন মামলার রায় ঘোষণা করতে গিয়ে কেন্দ্রকে আরও একবার ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। চন্দ্রচূড় বলেন, কেন্দ্র তাদের যেকোনও বক্তব্য সিল করা খামে জমা দিচ্ছে। এত গোপনীয়তা কিসের? কীসের জন্য এত লুকোছাপা? সামান্য জিনিস নিয়েও কেন্দ্র কেন তার বক্তব্য প্রকাশ্যে আনতে চাইছে না, তা বোধগম্য নয়।

আরও পড়ুন-ইতিহাসে পদ্মলক্ষ্মী

সোমবার সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সি অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের ৩০ এপ্রিলের মধ্যে এক পদ, এক পেনশনের বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে। বীরত্বের জন্য পদক পাওয়া শহিদ সেনা কর্মীদের ৬ লাখ পরিবারকে ৩০ জুনের মধ্যে এক পদ, এক পেনশনের পুরো বকেয়া মেটাতে হবে সরকারকে। বাকি ১০ থেকে ১১ লাখ অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের তিন কিস্তিতে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে এক পদ, এক পেনশনের পুরো বকেয়া মিটিয়ে দিতে হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলেছে এই সময়সীমার কোনও পরিবর্তন সরকার করতে পারবে না।

আরও পড়ুন-লিভ-ইন নথিভুক্ত করুক কেন্দ্র, আর্জি সরাসরি খারিজ করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক একতরফাভাবে ঘোষণা করেছিল যে, চার কিস্তিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাঁদের পরিবারকে বকেয়া প্রদান করা হবে। তবে ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে কেন্দ্রকে কাড়া ভর্ৎসনা করেছিল সর্বোচ্চ আদালত। কারণ এর আগে এক নির্দেশে সুপ্রিম কোর্ট চলতি বছরের মার্চ মাসের মধ্যে বকেয়া মেটানোর কথা বলেছিল। তবে কেন্দ্র আদালতকে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মেটানোর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই তাদের কাছে।

আরও পড়ুন-মুম্বইয়ে ন’দিন ধরে মায়ের দেহ টুকরো করেছিল মেয়ে

এদিনের নির্দেশের ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া বাবদ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। এই নির্দেশের ফলে ভিন্ন সময়ে একই পদে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা সমপরিমাণ পেনশন পাবেন। অর্থাৎ, কোনও ব্রিগেডিয়ার যদি ২০০০ সালে অবসর নিয়ে থাকেন, এবং অন্য এক ব্রিগেডিয়ার যদি ২০১৪ সালে অবসর গ্রহণ করে থাকেন তাহলে তাঁরা দু’জনেই সমপরিমাণ পেনশন পাবেন।

Latest article