প্রতিবেদন : শিক্ষায় বেনিয়ম নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের মাঝেই অয়ন শীল (Ayan Shil) নামে এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। এবং যথারীতি কেমোফ্লেজ করে এই অয়ন শীলের সমস্ত দায় শাসক দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু বাস্তব ঘটনা হল, এই অয়ন শীল ২০০২ সাল থেকে রাজ্যের শিক্ষা দফতরে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করত। অর্থাৎ শিক্ষা দফতরের সমস্ত তথ্যই অয়নের (Ayan Shil) মাধ্যমে আপলোডেড হত। প্রশ্ন ঠিক এখানেই। অয়নের চাকরি শুরু হয়েছিল বাম আমলে। যে জেলায় শিক্ষা দফতরের বহু কর্মী ছিলেন। এবং এক শিক্ষামন্ত্রীও ছিলেন। ২০ বছর আগে থেকে ডাটা এন্ট্রি অপারেটর অয়ন। তার কাছেই সমস্ত তথ্য থাকত। সে অসাধু কাজ করেছে বলে অভিযোগ। তাহলে তো বলতে হয় এই অয়ন শীল বাম আমলে নিযুক্ত বামেদের নির্দেশে কাজ করেছে। ফলে ব্যবসায়ী ইত্যাদি তকমা দিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ঘুরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত শুরু হয়েছে। সিপিএম জমানা থেকে টানা এই কাজ সে করে চলেছে। ফলে সে কেন শিক্ষায় জড়াল এই প্রশ্নটাই অবান্তর। সিপিএমের আমলে নিযুক্ত অয়ন সব নথি হাতে নিয়েই বসেছিল। তাহলে বাম কর্তা-ব্যক্তি কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত হবে না কেন?
আরও পড়ুন: কমরেড! মুখ ঢাকুন লজ্জায়