প্রতিবেদন : আগামী ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স (IPL- KKR)। সোমবার থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন নাইটরা। এদিন ইডেন গার্ডেন্সের ইন্ডোরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে ট্রেনিং করলেন নীতীশ রানা, রিঙ্কু সিং-সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। তবে প্রথমদিন হাল্কা গা ঘামিয়েছেন ক্রিকেটাররা। ঘরের মাঠে কেকেআরের প্রথম ম্যাচ আগামী ৬ এপ্রিল। সেদিন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে নাইটরা। সোমবার থেকেই সেই ম্যাচের টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে। সবথেকে কম দামের টিকিট ৭৫০। এর পর রয়েছে এক হাজার টাকার টিকিট। ক্লাব হাউসের লোয়ার টিয়ারের টিকিটের দাম ৮ হাজার। নাইটের (IPL- KKR) কর্পোরেট বক্সে বসে খেলা দেখার জন্য খরচ করতে হবে ২৬ হাজার।
আরও পড়ুন: ক্লাব ফুটবল শুরু মারাদোনার নাতির