ভৌমবতী অমাবস্যায় তারাপীঠে চলছে মহাপুজো

আজকের এই বিশেষ দিনে তারাপীঠে চলছে মহাপুজো। বাংলা বছরের শেষ অমাবস্যা এটি তাই এই বছরের মত ভক্তের ঢল নেমেছে সব শক্তিপীঠেই

Must read

হিন্দু ধর্মে অমাবস্যা (Amabashya) খুবই গুরুত্বপূর্ণ। এই তিথিতে পূর্বপুরুষদের পুজো করা হয় সঙ্গে দান ধ্যান করা হয়। বিশ্বাস রয়েছে যে এটি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং দেবতারাও প্রসন্ন হন। চৈত্র মাসের এই অমাবস্যা চৈত্র অমাবস্যা বা ভূতরি অমাবস্যা নামে পরিচিত। এটিকে ভৌমবতী অমাবস্যা বলা হচ্ছে। হিন্দু ধর্মে চৈত্র মাসের ধর্মীয় গুরুত্ব বেশি। এই মাসে যে অমাবস্যা পড়ে সেটিও খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা: টানা দুদিন ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী

আজকের এই বিশেষ দিনে তারাপীঠে চলছে মহাপুজো। বাংলা বছরের শেষ অমাবস্যা এটি তাই এই বছরের মত ভক্তের ঢল নেমেছে সব শক্তিপীঠেই। সেখানে তারাপীঠে আজ বিশেষ পুজোর সঙ্গে চলছে মহাযজ্ঞ।

Latest article