সংবাদদাতা, পুরুলিয়া : আদর্শ তৃণমূল পরিবারের ছবি দেখাল পুরুলিয়া। মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে দলের পর্যালোচনা সভায় অনুপস্থিত ছিলেন না কোনও নেতা। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, দুই রাজ্য সম্পাদক শান্তিরাম মাহাত ও স্বপন বেলথরিয়া, সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরপ্রধান নবেন্দু মাহালি, জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাত, বিধায়ক রাজীবলোচন সরেন ও সুশান্ত মাহাতো-সহ বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-কৃষি-শিল্পকে এগিয়ে দেবে নতুন কেশবপুর সেতু
সঞ্চালনা করেন সুষেণ মাঝি। ভিড়ে ঠাসা সভাকক্ষে দলের নির্দেশ মেনে চলার ঘোষণা করেন কর্মী-নেতারা। জেলা সভাপতি বলেন, ‘রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, জনগণের পরিষেবার সার্বিক রূপায়নে দলীয় কর্মীরা প্রশাসনকে সহযোগিতা করেন। ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমেও বহু জনমুখী প্রকল্প রূপায়িত হয়। নিয়মিত সেসবের অগ্রগতি বজায় রাখতে সবাই সহযোগিতা করি।’ জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় কর্মীদের মধ্যে সংযোগ রক্ষা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত বলেন, ‘পঞ্চায়েত হল উন্নয়নের হাতিয়ার। তাই পঞ্চায়েতকে চোখের মণির মতো রক্ষা করতে হবে।’ জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু বলেন, ‘পঞ্চায়েত স্তরে জনসংযোগ আরও বাড়াতে হবে।’